মিসির আলি সমগ্র। বাংলা Pdf বই ডাউনলোড।




মিসির আলী হুমায়ুন আহমেদ সৃষ্ট দুটি মহান চরিত্রের একটি। প্রখর বুদ্ধিমত্তা ও সবকিছু অবলোকন করার অসাধারন ক্ষমতার অধিকারী। রহস্য নিয়ে ভাবা ও সমাধান করা যার শখ বলা যায়। এ উপ্মিন্ন্যাসে বাড়তি প্রাপ্তি হল হুমায়ন আহমেদ এর নিজের ও চরিত্র হিসেবে নিজেকে উপস্থাপন। মিসির আলীর চশমা উপন্যাসের কাহিনী শুরু হয় ডাক্তার হারুন নামের এক চোখের ডাক্তার এর চেম্বারে মিসির আলীর চোখ পরীক্ষা এর ঘটনা দিয়ে। ডাক্তার হারুন মিসির আলী এর চোখ পরীক্ষা করার ফাঁকে মোবাইলে স্ত্রীর সাথে বাদানুবাদ এ লিপ্ত হয়। এ থেকে মিসির আলী ধারনা করে আজকে তাদের বিবাহের বর্ষ পূর্তি । একথা ডাক্তার কে জানানোর পর ডাক্তার মিসির আলী কে চিনতে পারেন ও গাড়িতে লিফট দেয়ার প্রস্তাব দেন।গারিতে যেতে যেতে ডাক্তার তার এক সমস্যা মিসির আলী কে বলেন আর সেটা হল যে ডাক্তার এর মৃত মা সবসময় ডাক্তার এর সাথে যোগাযোগ রাখেন এবং তার স্ত্রী তাকে খুন করবে এ কথা বলতে থাকেন ক্রমাগত। মিসির আলী ডাক্তার হারুন এর স্ত্রীর কাছ থেকে এক দীর্ঘ চিঠি পান যাতে লেখা থাকে ডাক্তার হারুন মায়ের মৃত্যুর আগে থেকেই অতিরিক্ত মাতৃ ভক্ত ছেলে ছিলেন। এবং মৃত্যুর পরও মা য়ের আত্মা তার সাথে থাকে এই মানসিক সমস্যার কারনে তাদের দাম্পত্য জীবন ব্যাহত হচ্ছে।আরো লিখা থাকে যে তাদের একমাত্র সন্তানের মৃত্যু সবভাবিক নয়। এবং ডাক্তারের স্ত্রী শায়লা সন্দেহ করেন এর পিছনে তার শাশুরী দায়ী। সে এই সমস্যার সমাধান চান মিসির আলী এর কাছে। মিসির আলী এই সমস্যা নিয়ে হুমায়ুন আহমেদ এর সাথে আলোচনা করেন। এবং তাকেও কিছু কিছু কাজের দায়িত্ব দেন। সমস্যা নিয়ে তাকেও ভাবতে বলেন। শেষ পর্যন্ত মিসির আলী সমস্যার কি সমাধান করলেন। হারুন তার মায়ের আত্মা এর কাছ থেকে মুক্তি পেল কিনা। শায়লার রহস্য কি। শিশুটির কি হয়েছিল। এ সব কিছু জানতে হলে পরতে হবে পুরো বইটি... মিসির আলী এর অন্যান্য বই এর মতোই এক বার শুরু করলে শেষ না করে। রহস্য এর সমাধান না জেনে কোনো ভবেই বইটি হাত থেকে রাখা যাবেনা। আরো একবার হুমায়ুন আহমেদ প্রমান করলেন তার সৃষ্ট চরিত্র মিসির আলি অসাধারন সৃষ্টি...
মিসির আলি সিরিজের সকল বই ডাউনলোড করুন নিচের লিংক থেকে। 

No comments

Powered by Blogger.